চরম অমানবিকতা ! সারমেয়র পিঠে গাঁথা ধারালো অস্ত্র! অঝোরে ঝরছে রক্ত!

Social

মলয় দে, নদীয়া:- লক ডাউন এর সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সারমেয় দের সহযোগিতায় পথে নেমেছে। এরই মাঝে ঘটল ছন্দপতন। চরম অমানবিকতার নিদর্শন দেখা গেলো, কল্যাণী মেডিকেল কলেজের সামনে ঘুরে বেড়ানো এক সারমেয়র প্রতি।

কাঠের কাজের সাথে যুক্ত ধারালো অস্ত্র তার পিঠে গাঁথা অবস্থায়, আফরান ছুটে বেড়াচ্ছে এ প্রান্ত থেকে ও প্রান্ত! অঝোরে ঝরছে রক্ত। ওই রাস্তা দিয়েই অনুকূল মোড়ের বাসিন্দা শ্রী নিবাস মন্ডল তার মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন বৃষ্টির মধ্যে। মেয়েকে একটি দোকানে বসিয়ে, প্রশাসনকে পুরো বিষয়টি জানিয়ে শাস্তির দাবি করেন। হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন, প্রাথমিক চিকিৎসার জন্য।

তিনি জানান, চরম অমানবিক এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা জানতে পারা যায়নি। তবে , প্রশাসন খতিয়ে দেখলে নিশ্চয়ই এ চরম অমানবিক কুকর্মের দোষীদের গ্রেফতার করতে পারবে, কঠোরতম শাস্তি হোক অবলা এই প্রাণীদের হত্যার চেষ্টার কারণে।

Leave a Reply