মলয় দে, নদীয়া :- গতকাল শান্তিপুর নেতাজি মোড়ে বিকেল ৪টে নাগাদ পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের উপস্থিতিতে শান্তিপুর শহর অন্তর্গত ৩০ জন বিশেষভাবে সক্ষম মানুষকে এবং আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া সহায় সম্বলহীন সর্বমোট ৮৭ জন মানুষের হাতে ত্রান সামগ্রী তুলে দিতে দেখা গেলো শান্তিপুর পূর্ণিমা মিলেনি নামক সামাজিক সংস্থার নেতৃত্বে ।
উক্ত অনুষ্ঠানের আহবানে ছুটে এসেছেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস । এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: পূজা মৈত্র এবং এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত লক্ষ্য করা গেছে শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরবিন্দ মৈত্রের এবং হাজির ছিলেন শান্তিপুর ১৪নং ওয়ার্ড এর প্রাক্তন কাউন্সিলর সুব্রত ঘোষ ও অন্যান্য নেতৃবৃন্দ।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে, মন্ত্রী উজ্জ্বল বাবু কার্যত স্বীকার করে নেন, নদীয়া জেলাব্যাপী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের আন্তরিক ভূমিকা এবং তাদের কর্মদক্ষতা। সেই ভিত্তিতে জনপ্রতিনিধি হিসেবে স্থানীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণকারীর টিকিট বন্টিত হওয়ার বিষয়টি যাতে দল দেখে সে ব্যাপারে তিনি সুপারিশ করবেন, বিপদের দিনে যে পাশে থাকে মানুষ তাকেই চায়। সেই ভিত্তিতে স্বেচ্ছাসেবী সংগঠনের কার্য কর্তারা অনেকটাই এগিয়ে।