রানাঘাটে রেড ভলেন্টিয়ার্সদের আর্থিক সহযোগিতায় নিখিল বঙ্গ শিক্ষক সমিতি

Social

সোশ্যাল বার্তা:এবিটিএ বা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি নদীয়া জেলার রানাঘাট মহকুমা শাখার পক্ষ থেকে কোভিড-১৯ অতিমারি পরিস্থিতিতে আক্রান্ত মানুষের সাহায্যার্থে রানাঘাট মহকুমার অধীনে প্রথম পর্যায়ে রেড ভলান্টিয়ার্সদের বিশেষ করে রানাঘাট, পায়রাডাঙ্গা, বীরনগর, বাদকুল্লা,হাঁসখালি ও বগুলা এলাকায় যারা কাজ করছেন তাদের হাতে আর্থিক সাহায্য বাবদ মোট ২৫০০০/-(পঁচিশ হাজার) টাকা মহকুমা শাখার নেতৃবৃন্দ ভলান্টিয়ারদের হাতে তুলে দিলেন।

রবিবার রানাঘাট মহকুমা শাখার সমিতি ভবনে সংক্ষিপ্ত আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে অর্থ তুলে দেওয়া হয়। মহকুমা শাখার অধীনে বিভিন্ন জোনের শিক্ষাকর্মী, শিক্ষক ও শিক্ষিকাগণ বর্তমান ও অবসরপ্রাপ্ত ব্যক্তিরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানা যায়।

এবিটিএ রানাঘাট মহকুমা শাখার পক্ষে সম্পাদক শ্যামল টপ্পো জানান” আগামীদিনেও দ্বিতীয় পর্যায়ে রেড ভলান্টিয়ার্সদের আর্থিক সহযোগিতার কর্মসূচি নেওয়া হবে বলে আশা করি এবং আগামীদিনেও সর্বস্তরের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীগণ আর্থিক সহায়তা করবেন বলে আশা রাখছি।”

Leave a Reply