নদীয়া জেলার নির্বাচনী আইকন এবং ভোটদানে আগ্রহ বৃদ্ধি প্রশাসনিক থিমসংয়ের গায়িকা শিবানী ঘোষ

Social

মলয় দে, নদীয়া:- নদীয়ার কৃষ্ণনগরে মেয়ে শিবানী ঘোষ, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি তে ভোকাল মিউজিকে বিএ অনার্স পাঠরতা। বিশেষভাবে সক্ষম শিবানী দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধকতা ১০০% সাথে অর্টিস্টিক প্রবণতাও আছে। এত অল্প বয়সের মধ্যেই, রবীন্দ্রসঙ্গীতে জেলা এবং রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে সারাবাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতায়। ক্লাসিক্যাল তার জুড়ি মেলা ভার! সরকারি-বেসরকারি নানান পুরষ্কার শংসাপত্রে সংবর্ধিত হয়েছে সে। এবং এই সুবাদে প্লেব্যাক সিঙ্গার হিসেবে নামিদামি মিউজিক ডিরেক্টরের সাথে কাজ করেছে বেশ কয়েকটি।

এবছর ২০২১ এর বিধানসভা নির্বাচনে নদীয়াজেলা আইকন হিসেবে মনোনীত করা হয়েছে তাকে। বিশেষভাবে সক্ষম, পিছিয়ে পড়া রেড লাইট এলাকা, তৃতীয় লিঙ্গের ভোটদানের প্রবণতা বাড়াতে শিবানী দৃষ্টান্ত তুলে ধরা হচ্ছে তাদের কাছে। এবাদেও তার সমস্তকণ্ঠস্বরে তৈরি করা হয়েছে নির্বাচনী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের অনুপ্রেরণাদায়ক থিম সং। নদীয়া জেলার এডিএম কিছুদিন আগে এ ঘোষণা করেন, এরপর নারী দিবস উপলক্ষে গোটা জেলা প্রশাসন সেলিব্রেট করেন তার উপস্থিতিতে। এখন মুক্তির অপেক্ষায় সেই নির্বাচনী থিম সং ।

Leave a Reply