পথশ্রী প্রকল্পের” তথ্য জনসমক্ষে তুলে ধরার জন্য সাংবাদিক সম্মেলন করলেন নদীয়া জেলা শাসক এবং জেলা সভাধিপতি

Social

মলয় দে নদীয়া:-মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প পথশ্রী। আর সেই প্রকল্প রাজ্যের বিভিন্ন বিধানসভায় গত ১লা অক্টোবর থেকে আগামী ১৫ তারিখ পর্যন্ত চলবে। নদীয়া জেলায় মোট ২০৯ টি রাস্তা পথশ্রী প্রকল্পের আওতায় পড়েছে। এই রাস্তাগুলি ৩৫২ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হবে।  গতকাল শনিবার নদীয়া জেলার জেলাশাসক বিভূ গোয়েল এবং জেলা পরিষদ সভাধিপতি রিক্তা কুন্ডু সাংবাদিক সম্মেলন করে এই প্রকল্পের কথা ঘোষণা করলেন।

জেলাশাসক জানান ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে, প্রশাসনের পক্ষ থেকে নানা দিকে তদারকি চলছে। জেলা পরিষদের সভাধিপতি জানান এই সরকার আসার পর থেকে রাস্তাঘাটের প্রভূত উন্নতি সাধিত হয়েছে! তা বাদেও যেটুকু বাকি ছিলো তাই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ হবে।

Leave a Reply