রবীন্দ্র জয়ন্তীর দিনটিতে অভিনব ভাবনা কর্মাধ্যক্ষ সফিকুল ইসলামের

Social

দেবু সিংহ ,মালদা : রবীন্দ্র জয়ন্তীর দিনটি একটু আলাদাভাবে পালন করলেন কালিয়াচক-‌২ ব্লকের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সফিকুল ইসলাম। এদিন গোটা দিন তিনি মেতে থাকলেন কোথাও স্যানিটাইজের কাজে, কোথাওবা রোগীদের ফল বিতরণের কাজে।

তিনি বলেন,‘‌এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা সমাজের কাজ করে দিনটি পালন করলাম। রবি ঠাকুরও যেমন সমাজের জন্য আলাদা করে ভাবতেন। সেই সমাজ, অর্থাৎ সমাজের মানুষ আজ বিপদের মধ্যে দাঁড়িয়ে।

আমরা আজ ওই সব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম।’‌ এই দিন বলে নয়, তাঁর এখন নাওয়া খাওয়ার সময় নেই বললেই চলে। লকডাউনের প্রথম দিন থেকে চলছে তাঁর সমাজ সেবা। এদিন সংশ্লিষ্ট ব্লকের বিডিও অফিস, মোথবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মোথাবাড়ি থানা, ব্যাঙ্কগুলির আশেপাশে জীবানুমুক্ত করা হয়। পাশাপাশি এদিন মোথবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রোগীদের ফলের প্যাকেট বিতরণ করা হয়। ৫০ জনের হাতে ফলের প্যাকেট ও দুটি করে মাক্স দেওয়া হয়। ছিলেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সদস্য তাপসী দাস।

Leave a Reply