নিউজ সোশ্যাল বার্তা,১লা ডিসেম্বর ২০১৯: নদীয়া জেলার কৃষ্ণনগরের প্রাচীন ঐতিহ্য জলঙ্গি নদী । পরিবেশ প্রেমী সাধারণ মানুষের প্রাণকেন্দ্র দূষণে জর্জরিত ।
কালী ও জগদ্ধাত্রী পূজার পরবর্তী সময়ে প্রতিমা কাঠামো এবং প্লাস্টিক থেকে সাংঘাতিক নদী দূষণের সৃষ্টি হয়। এবার এই নদীকে দূষণের হাত থেকে রক্ষা করতে স্বচ্ছতা অভিযানে সামিল হল সেভ জলঙ্গি (নদী সমাজ) নামে কৃষ্ণনগরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন । সংগঠনের পক্ষ থেকে ১লা ডিসেম্বর কৃষ্ণনগরের কদমতলা ঘাট সংলগ্ন এলাকা স্বচ্ছতা অভিযানের জন্য নাগরিক সমাজকে আহ্বান জানানো হয় । পরিবেশবান্ধব বাহন e-রিকশা করে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও প্রচার চালান সংগঠনের সদস্যবৃন্দরা ।
সংগঠনটির ডাকে সকাল ৮টায় শুরু হয় কার্যক্রম চলে দুপুর ১২ টা পর্যন্ত। সেভ জলঙ্গির সদস্যদের পাশাপাশি নাগরিক সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো । বিশেষত মহিলা ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ করাটা সত্যিই প্রশংসনীয় ।
এই স্বচ্ছতা অভিযানে নদী থেকে কচুরিপানার পাশাপাশি প্রতিমা কাঠামো, প্লাস্টিক তোলা হয়। বিসর্জন ঘাট সংলগ্ন শিশু উদ্যান প্লাস্টিকমুক্ত করা এবং নদী বাঁধ চত্বর সাফাইয়ের কাজে হাত লাগান উৎসাহী মানুষজন।
“সেভ জলঙ্গি নদী সমাজের” সভাপতি ডা: যতন রায় চৌধুরী জানালেন, “ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাচ্ছে । আজকের এই মহতী উদ্যোগে তরুণ-তরুণীদের অংশগ্রহণ এটাই প্রমাণ করে ।”
সেভ জলঙ্গির আবেদনে কৃষ্ণনগর পৌরসভা বিসর্জন ঘাটে পুজোর ফুল ফেলার জন্য যে ডাস্টবিন বসানো হয়েছে দেখা গেল সাধারণ মানুষ তার ব্যবহার করছেন। যদিও বেশ কিছু মানুষ এখনো আবর্জনা সরাসরি নদীতে ফেলছেন। আশা করা যায় এই ধরনের সচেতনতা কর্মসূচি লাগাতার চলতে থাকলে মানুষের এই অভ্যাসের পরিবর্তন করা সম্ভব হবে।
WhatsApp : 9434158779
Facebook : News Social Barta 24×7