ইভটিজিং, শ্লীলতাহানি রুখতে নবদ্বীপ থানার অভিনব প্রয়াস

Social

নিউজ সোশ্যাল বার্তা,২রা ডিসেম্বর ২০১৯:  মলয় দে নদীয়া:-সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিবাদ মন্তব্য সত্যিই কি কোনো সমাধানের ইঙ্গিত দেখায়!সম্প্রতি ঘটে যাওয়া হায়দ্রাবাদের ২৬ বছর বয়সী মহিলা পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডিকে ধর্ষণ করে জীবন্ত পুড়িয়ে হত্যা করার ঘটনার পর এই মুহূর্তে দাঁড়িয়ে সারা দেশে নারী সুরক্ষার বিষয়টি প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে। এই ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই দিকে নজর রেখে নবদ্বীপ থানার রক্ষা বাহিনীর ভারপ্রাপ্ত আধিকারিক কল্লোল কুমার ঘোষের নেতৃত্বে এক অভিনব উদ্যোগ নিল নদীয়ার নবদ্বীপ থানার পুলিশ।

মহিলারা রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের সুরক্ষার জন্য, চটজলদি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেইজন্যে থানার উদ্যোগে স্থানীয় মহিলাদের নিয়ে গতকাল শনিবার সন্ধ্যায় তৈরি হল একটি “নট এলং” নামে একটি হোয়ার্টস আপ গ্রুপ।এই হোয়ার্টস আপ গ্রুপের মাধ্যমে ইভটিজিং সহ যে কোন রকম অপ্রীতিকর ঘটনার খবর যাতে সহজেই পুলিশের কাছে পৌঁছায়। সেজন্যই এই উদ্যোগ বলে জানান নবদ্বীপ থানার আই,সি কল্লোল কুমার ঘোষ।
তিনি আরও জানান, নবদ্বীপে বসবাসকারী অনেক, পড়ুয়া, শিক্ষিকা, গৃহবধূ সহ বিভিন্ন স্তরের মহিলা আছেন। যাদের বাড়িতে কেউ থাকেন না। রাস্তায় বেরিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।অনেক সময় ভয়ে প্রতিবাদ করার মত সাহস পান না। সেই সব অসহায় মহিলাদের সুরক্ষার কথা ভেবেই এই হোয়ার্টস আপ গ্রুপ। তিনি বলেন স্থানীয় পঞ্চাশ জনের বেশি মহিলাদের নিয়ে এই গ্রুপের পথ চলা শুরু হল। তবে থানার এই উদ্যোগে উপস্থিত সর্বস্তরের মহিলারা ভীষণ খুশি।

এভাবেই সমস্ত প্রশাসন উদ্যোগ এবং সাধারণ মানুষের সচেতনতা যৌথভাবে আগামীতে হয়তো রোধ করা যাবে এ ধরনের সামাজিক ব্যাধি, এমনটাই বিশ্বাস ওয়াকিবহাল মহল।