মন্দির থেকে বহুমূল্যের গহনা চুরি নদীয়ায়

Social

নিউজ সোশ্যাল বার্তা, ১লা ডিসেম্বর ২০১৯, মলয় দে নদীয়া:– গভীর রাতে রাধা গোবিন্দের মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া চটকাতলার বসাক পাড়ায়। খোয়া গেল রাধাগোবিন্দের বিগ্রহের গায়ের ২ ভরি সোনা এবং ১৩ ভরি রুপার গহনা সহ প্রণামী বাক্সের নগদ টাকা। সূত্রের খবর, শান্তিপুর থানা এলাকার ফুলিয়া বসাক পাড়ার বাসিন্দা ইন্দ্রজিৎ বসাকের বাড়ি সংলগ্ন একটি রাধাগোবিন্দের মন্দির রয়েছে। প্রতিদিন সেই মন্দিরে পুজো করেন ইন্দ্রজিৎ বসাকের পরিবার।

রবিবার সকাল ছটা নাগাদ ইন্দ্রজিৎ বসাকের মা যখন মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে আসেনি, তখন দেখেন মন্দিরের গিরিলে তালা ভাঙা । ভিতরে প্রবেশ করেই দেখেন রাধাগোবিন্দের গা থেকে খোয়া গেছে গহনা গুলি। ইন্দ্রজিৎ বসাকের দাবি বিগ্রহের প্রায় ১৩ ভরি রুপা এবং ২ ভরি সোনা ছিল। সেগুলো নিয়ে গেছে চোরেরা। এর পাশাপাশি মন্দিরের প্রণামী বাক্স থেকে নগদ টাকা নিয়েও চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।  খবর দেওয়া হয় শান্তিপুর থানায়।

এর আগেও বসাকপাড়া এলাকার একাধিক মন্দিরে বারবার চুরির ঘটনা ঘটেছে। কিন্তু অধরা দুষ্কৃতীরা। প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মানুষরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। কি কারনে এমন ঘটনা এর পেছনে কারা জড়িত তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।