লকডাউনে প্রান্তিক মানুষের পাশে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা

Social

রমিত সরকার,নদীয়া: করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্য জুড়ে চলছে আংশিক    লকডাউন । লকডাউনের কারণে সাধারণত প্রান্তিক মানুষের সাহায্যে এগিয়ে এল স্বেচ্ছাসেবী সংগঠন ।

আজ নদীয়া জেলার আসান নগরের দরিদ্র প্রান্তিক মানুষের মধ্যে খাবার তুলে দিল শহরের অগ্ৰদুত নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন ।

১২ই জুন সংস্থাটির সদস্যরা আসাননগরের দরিদ্র প্রান্তিক প্রায় ১০০ টি পরিবারের কাছে পৌছে দেয় চাল, মুসুর ডাল,মুড়ি , সোয়াবিন, তেল ,আলু ও সাবান।

সকাল থেকেই এই কর্মসুচিতে ব্রতী হন সংস্থার সদস্যরা। তাদের সংগঠনের সদস্যরা প্রায় প্রতেকেই শিক্ষার্থী সুতরাং তারা তাদের অল্প সঞ্চয় ও কিছু মানুষের অর্থিক সাহায্যর মাধ্যমে এই সমাজসেবা সুষ্ঠভাবে করে চলেছে।

তাদের সংগঠনের এক সদস্য জানান যে “আমরা এই কাজটি করার জন্য বহুদিন ধরে পরিকল্পনা নিচ্ছিলাম। শেষ পর্যন্ত আজ এই কাজটি সম্পন্ন করলাম ।ভবিষ্যতেও আমরা চেষ্টা করব এই ভাবেই দরিদ্রদের পাশে দাঁড়ানোর। সকল দাতাদের অশেষ ধন্যবাদ। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা জানান তিনি এই খাদ্য সামগ্রী পেয়ে খুবই উপকৃত ।
তাদের এই উদ্যোগে সহায়তা করেছেন সোপন সংগঠন । তারা স্থানীয় একটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পেন্সিল , চকলেট প্রদান করেন।

Leave a Reply