মলয় দে, নদীয়া : প্রয়াত হলেন শান্তিপুর শহর অন্তর্গত গোপাল পুর সাহা পরিবারের অন্যতম প্রবীণ কর্মকর্তা জহর লাল সাহা । তার মৃত্যুর সাথে সাথে তার পরিবার থেকে শুরু করে শান্তিপুরের বিভিন্ন ক্লাব সংস্কৃতি মহলে নেমে এসেছে শোকের ছায়া । শান্তিপুরের বেশ কিছু গুণী জন এবং শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে শান্তিপুরের এক ইতিহাসের পরিসমাপ্তি ঘটলো এবং শান্তিপুরে একটি যুগের অবসান ঘটলো বলেই মনে করছেন অনেকে । পরিবার সূত্রে জানা গেলো গতকাল রাত দশটা নাগাদ কলকাতার যাদবপুর অন্তর্গত একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরাশি বছর । জহর সাহার কার্যকলাপ যে শুধু সাহা পরিবারের মধ্যে আবদ্ধ ছিল না । সমস্ত শান্তিপুরের বিভিন্ন সামাজিক থেকে শুরু করে সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ক্রীড়া মহলেও তার অবাধ বিচরণ ছিল । আজন্ম ধুতি পরিহিত এই 82 বছরের ব্যক্তিত্ব অত্যন্ত আধুনিক হলেও, বাঙালিয়ানা ধরে রাখা তার আগ্রহের বিষয় ছিলো। কর্মচঞ্চলতা এবং কর্ম উদ্যোমে তিনি অনেক যুবকের থেকেই এগিয়ে ছিলেন এ বয়সেও। শান্তিপুরের বিভিন্ন সেবা মূলক প্রতিষ্ঠান থেকে শুরু করে ধর্ম প্রতিষ্ঠানের সদস্য ছিলেন জহর লাল সাহা । সূত্রের খবর তিনি ছিলেন শান্তিপুর রাস বিগ্রহ সমন্ময় সমিতির সহ সভাপতি , শান্তিপুর রেল যাত্রী এসোসিয়েশন এর সহ সভাপতি , শান্তিপুর সবুজ সংঘের এবং অন্নপূর্ণা পূজা কমিটির লাইভ মেম্বার ,শান্তিপুর বন্ধু সভা থেকে শুরু করে বড়ো বাজার ব্যাবসায়ী সমিতি , বাগ আঁচ্ রা রাম কৃষ্ণ মিশন ও সবুজ সংঘ ক্লাব থেকে শুরু করে শান্তিপুরের বেশ কিছু সেবা মূলক প্রতিষ্ঠানে তার কার্যকলাপের যথেষ্ঠ অবদান অনস্বীকার্য । প্রসঙ্গ ক্রমে বলা যায় শান্তিপুরের সুন্দর শ্রী সিনেমা হলের নির্মাতা ছিলেন এই জহর লাল সাহা । আমাদের সংবাদ মাধ্যম ওরিয়েন্ট নদিয়া নিউজ চ্যানেলে তার একান্ত সাক্ষাৎকার থেকে জানা যায় নবীন বয়সে চলচ্চিত্রের প্রতি তার প্রবল আগ্রহ ছিল । সেই সময় থেকে শান্তিপুরের পাবলিক লাইব্রেরী মাঠ , কখনো শান্তিপুর চৌগাছা পাড়ার প্রামাণিক ঠাকুর বাড়ির ময়দানে নির্বাক চলচ্চিত্র প্রদর্শিত হতো জহর সাহা র নেতৃত্বে । পরবর্তী কালে শান্তিপুর শ্যাম বাজারে জাইগা কিনে তৈরি করেন সুন্দর শ্রী সিনেমা হল । পরবর্তী কালে কলকাতার বোস কোম্পানি তার কাছে সুশ্রী সিনেমা হলটিও তার নিকট বিক্রয় করে দিয়ে ছিল বলে জানা গেছে ।
বয়সের ভারে জরাজীর্ণ না হয়ে সাবলীল ভাবে মানুষের সাথে অবাধ মেলামেশা , হাসিখুশি প্রাণোচ্ছল , মিষ্টভাষী , কর্ম তত্পর এবং সর্বোপরি সাহা পরিবারের রাস যাত্রা থেকে শুরু করে রথ , দোল , জন্মাষ্টমী ও রাধা অষ্টমী প্রভৃতির মতন সমস্ত অনুষ্ঠানে তার নেতৃত্ব আর কেউই আমরা দেখতে পাবো না । তার সমস্ত কার্যাবলীর মাধ্যম দিয়েই তিনি আমাদের সকলের হৃদয়ে আছেন ও থাকবেন চিরকাল ।
গোটা শান্তিপুর স্তব্ধ হয়ে যায় তার মৃত্যুতে, আজ সকালে তাকে শ্রদ্ধা জানাতে তার বাসভবনে উপস্থিত হয়েছিলেন শান্তিপুরের বাহু বিশিষ্ট রাজনৈতিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। তার নিথর মৃতদেহ শান্তিপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর এবং প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার পর শান্তিপুর মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়।