জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

Social

সোশ্যাল বার্তা: সারা দেশ জুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতে সামিল হলো নদীয়া জেলার কৃষ্ণনগর ২ নং ব্লকের ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের এন এস এস বা জাতীয় সেবা প্রকল্পের সদস্যরা।

শনিবার বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবকরা প্রকল্প আধিকারিক শিক্ষক দীপ রায় এর তত্ত্বাবধানে বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৩০টি চারাগাছ রোপণ করে।

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি লোকনাথ সমাদ্দার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ খান সহ অন্যান্যরা শিক্ষক-শিক্ষিকারা ।

জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ রায় জানান ” প্রতিবছরই এই দিনটিতে সচেতনতামূলক কর্মসূচি, গাছ লাগানো হয় এবং সারাবছর ধরে চলে তার পরিচর্যা। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শুধুমাত্র বৃক্ষরোপণ করা সম্ভব হল।”

উপস্থিত এন এস এস বা জাতীয় সেবা প্রকল্পের সদস্য নীলকণ্ঠ, প্রতাপ, রাকেশরা জানায় বর্তমানে স্কুল বন্ধ কিন্তু আজকের এই দিনের বিশেষ তাৎপর্য রয়েছে। প্রতিবছর বিদ্যালয়ে অনেক কর্মসূচি হয় কিন্তু করোনার জন্য হলো না । স্যার কিছু গাছ নিয়ে এসে আমাদেরকে জানায় তাই এসে গাছ লাগালাম।

Leave a Reply