পটাশপুর : দাদার হাতে খুন হল ভাই। বৃহস্পতিবার সন্ধেয় পটাশপুর থানার তুপচিবাড়ে। নিহতের নাম শেখ মতি(৩০)। খুনি দাদা শেখ হিরাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, সম্পত্তি নিয়ে বিবাদ ছিল দুই ভাইয়ের মধ্যে। তা নিয়েই এদিন সন্ধেয় ঝামেলা বাধে তাঁদের মধ্যে। বচসা চরমে উঠলে ক্ষীপ্ত হীরা ছুরি চালিয়ে দেয় ভাই মতির গলায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মতি। ঘটনাস্থলেই মারা যান। পরিস্থিতি বেগতিক বুঝে পালানোর চেষ্টা করে খুনে অভিযুক্ত হীরা। কিন্তু ধরা পড়ে যায় স্থানীয়দের হাতে। খবর পেয়ে এসে তাকে গ্রেপ্তার করে পটাশপুর থানার পুলিশ।
নিহতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানা আধিকারিক।