দান নয় ! নদীয়ায় বিনামূল্যের বাজারে, প্রণাম সহ সশ্রদ্ধ সহযোগিতা কর্মহীন পরিবারদের

Social

মলয় দে, নদীয়া:- দান নয়! সশ্রদ্ধ প্রণাম সহযোগে সহযোগীতা কর্মহীন পরিবারদের। নদীয়ার শান্তিপুর শহরের প্রাণকেন্দ্র বোম্বেট কালী মন্দির প্রাঙ্গণে আজ সকালে বসেছিলো বিনামূল্যের খাদ্য বাজার। শান্তিপুরের গ্রাম-শহরের ছড়িয়ে থাকা সামাজিক সংগঠন ইচ্ছে পরিবারের সদস্যদের সংগৃহীত নামের তালিকা অনুযায়ী আজ তাদের হাতে তুলে দেওয়া হয় চাল ডাল চিনি মুড়ি বিস্কুট সোয়াবিন আলু কাঁচা আনাজ সাবান মাস্ক সহ আরো বেশ কিছু খাদ্য সামগ্রী এবং রান্নার উপকরণ। আলাদা আলাদা কাউন্টার করে পারস্পরিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি কে মানতা দিয়ে, প্রত্যেক সদস্যকে দেখা গেল মস্তক অবনত করজোড়ে।

এ ব্যাপারে সংগঠনের এক কর্মকর্তা পলসন ঘোষ জানান, এর আগেও মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এখনো আছি আগামীতেও থাকবো , তবে সংগঠনের বাইরে ও বেশকিছু মানুষ আমাদের সহযোগিতা করেছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। সকলের কাছেই অনুরোধ ,প্রত্যেকেই তার নিজ নিজ এলাকায় এ সময় সাধ্যমত মানুষের পাশে থাকার জন্য।

Leave a Reply