ফের নাবালিকার বিবাহ রুখে দিল নদীয়ার সেচ্ছাসেবী সংগঠন “উড়ান”

Social

নিউজ সোশ্যাল বার্তা , মলয় দে নদীয়া:-গতকাল রাত প্রায় ১১.৫০ মিনিট নাগাদ উড়ানের এক সদস্যের কাছে একটি ফোন আসে যে নাম- প্রিয়া দাস, পিতা- উজ্বল দাস, মাতা- ভগবতী দাস, বয়স- ১৭, ঠিকানা- বালিরপুকুর, কাটাগঞ্জ, কল‍্যানী, নদীয়া যার বিজন দাস, ঠিকানা- B1/448, কল‍্যানী নদীয়া এর সাথে বিবাহ ঠিক হয়েছে, আজ অর্থাৎ ১৯/১১/১৯ তারিখে বিয়ে হবে মন্দিরে। আর এটা হচ্ছে সম্পূর্ণ মেয়ের অমতে। তাই মেয়েকে অনত্র সরিয়ে দেওয়া হয়। তথ‍্যের উপর ভিত্তি করে আমরা আজ কল্যানী থানার পুলিশ নিয়ে ওই সংগঠনের সদস্যরা বিজন রায় এর বাড়িতে হাজির হান। পাত্রীর পিতা ও পাত্র লিখিত ভাবে জানায় যে সে/তিনি কোনো নাবালিকার সহিত বিবাহ করিবে না/দেবেন না ও পাত্র বলে তার বিরুদ্ধে এই রূপ অভিযোগ উঠলে আইনানুক ব‍্যবস্থা নেওয়া যাবে।

এভাবেই আরও একটি বাল্য বিবাহ রোধ করতে সফল হলো রানাঘাটের সেচ্ছাসেবী সংগঠন উড়ান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পাত্র এবং পাত্রী পক্ষ কে সকলে মিলে এর ক্ষতিকারক দিক গুলি বোঝালে, কোনরূপ বাকবিতণ্ডা ছাড়াই সম্ভব হয় এ ধরনের কাজ। তারা বিশ্বাস করেন, আগামীতেও এভাবে সকলের সহযোগিতা নিয়ে এভাবেই বন্ধ করতে পারবেন সামাজিক এই ব্যাধি।