সোশ্যাল বার্তা : করোনা ভাইরাস বিষয়ে সচেতনতামূলক প্রয়াস গ্রহণ করলো নদীয়া জেলার হাঁসখালী ব্লকের বগুলা পূর্বপাড়া উচ্চবিদ্যালয় এর জাতীয় সেবা প্রকল্প বা এনএসএস ইউনিটের সদস্যরা। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ৩০ ও ৩১শে মে ২০২১ রবিবার ও সোমবার এই দুই দিন টানা সেবামূলক কাজে অংশগ্রহণ করে।
জনবহুল এলাকা বগুলা বাজারে সাধারণ মানুষ যাতে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করেন সেই বিষয়ে সচেতনতা তৈরি করতে প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হলো।
সোমবার দেখা গেল বগুলা কলেজ মোড় থেকে শুরু করে হাসপাতাল মোড় এবং হাসপাতাল ,চিকিৎসকদের কোয়ার্টার, পুরো হাসপাতাল চত্বরে, এমারজেন্সি এর সামনে,ভ্যাকসিন নিতে আসার জায়গা,লাইনে দাড়িয়ে থাকার জায়গা, লাইন ঠিক করাসহ হাতে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দিয়ে করোনা সচেতনতা্র প্রচার কর্মসূচি চলল। বিভিন্ন এলাকায় জীবানূনাশক স্প্রে করতেও দেখা গেল।
কর্মসূচি রুপায়নে নেতৃত্ব দেন বিদ্যালয়ের শিক্ষক ও প্রকল্প আধিকারিক এন এস এস ইউনিট শ্যামল কুমার টপ্পো। ছাত্র-ছাত্রীদের এই কাজে খুশী বাজারের সাধারণ মানুষ ও পথচলতি মানুষ।
আগামী দিনে যাতে নিয়মিত ভাবে ব্যাঙ্ক,পোস্ট অফিস, পুলিশ ফাঁড়ী, পঞ্চায়েত অফিস স্যানিটাইজ করা যায় সেই বিষয়ে উদ্যোগ নিতে হবে বলে জানান বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প ইউনিটের সদস্যরা।
জাতীয় সেবা প্রকল্পের একজন সদস্য জানান ” সারা বছর ধরেই চলে আমাদের সেবা কাজ। বর্তমান করোনা আবহে সাধারণ মানুষ যদি সচেতন না হন তাহলে করোনার প্রকোপ কমবে না । তাই আমরা সাধারণ মানুষকে সচেতন করছি।”