ট্রোল্ড হওয়া সত্বেও করোনা পরিস্থিতিতে মনোবল বৃদ্ধির উদ্দেশ্যে গান গেয়ে আনন্দদানের প্রচেষ্টায় অবিচল রানাঘাটের পুরোহিত

Social

মলয় দে নদীয়া :-“হে করোনা তুমি আমায় ধরোনা” রানাঘাটের পুরোহিতের সেই বিখ্যাত উক্তি আজ ভাইরাল সামাজিক মাধ্যমে। বিভিন্ন সংবাদ মাধ্যম সম্প্রচার করেছিল করোনা যুদ্ধে “মন্দির থেকে রাজপথে পুরোহিত”এই খবর। তারপর থেকেই ভাইরাল রানাঘাটের পুরোহিত। সুনীল পুরোহিতের উক্তি ঘুরছে লক্ষ লক্ষ “মুঠোফোনে”।

করোনা যুদ্ধে রানাঘাটের সুনীল পুরোহিতের উক্তি যেমন দাগ কাটে সাধারণের মনে।তেমনি অন্যদিকে একশ্রেণীর অতিবুদ্ধিধর মানুষের কাছে সামাজিক মাধ্যমে তাঁকে হতে হয়েছে “ট্রোল্ড” শুনতে হয়েছে অনেক টিকা টিপ্পনী। তাসত্ত্বেও করোনা যুদ্ধে তিনি তাঁর চিন্তা ধারায় অবিচল।আজও রানাঘাটের পুরোহিত চান করোনা আবহে তিনি এই ভাবেই তাঁর নিজস্ব ভঙ্গিতে মানুষের মনোবল বাড়াতে।

Leave a Reply