খবরের জেরে, দ্রুত গঙ্গার পাড়ে পড়ল বালির বস্তা! এলাকাবাসী চায় সরকারি প্রকল্পের মাধ্যমে স্থায়ী ব্যবস্থা

News

মলয় দে, নদীয়া :- নদীয়ার শান্তিপুরের ভাগীরথী তীরবর্তী ১৬নম্বর ওয়ার্ডের স্টিমারঘাট অঞ্চলের ভাঙ্গন, প্রচারিত হয়েছে প্রায় সব সংবাদমাধ্যমেই। আর তারই ফলস্বরূপ, অতি দ্রুততার সাথে আজ বালির বস্তা ফেলতে দেখা গেলো , ভাঙ্গনের সামনে।

এলাকাবাসী বিষ্ণু মহালদার জানান, সংবাদমাধ্যমের জন্যই এই তৎপরতা! তবে এর আগে দেরিতে হলেও বেশ কয়েক বার পড়েছে বালির বস্তা কিন্তু তাতে সাময়িক স্বস্তি মেলে ঠিকই, কিন্তু দুশ্চিন্তা দূর হয় না। গঙ্গাবক্ষে তলিয়ে গেছে চাষের জমি, একমাত্র রোজগারের উপায় হিসেবে সামান্য অবশিষ্ট থাকা জমিতে পাট লাগিয়েছি, সেটুকুও জলের তলায় চলে যাওয়ার উপক্রম হয়েছিলো। তবে বৃষ্টি আপাতত বন্ধ হয়েছে! সেই কারণেও খানিকটা রেহাই।

নিহার মহলদার বলেন, খাই না খাই ,ট্যাক্স খাজনা দেওয়া জমি, জলের তলায় তলিয়ে যায় সরকারি ক্ষতিপূরণ পায়নি কোনদিন। তবে বালির বস্তা ফেলাতে, আপাতত জলের তোর কিছুটা ঠেকাতে পারলেও, এটা স্থায়ী ব্যবস্থা নয়। আমরা চাই সরকারি বড় প্রকল্পের মাধ্যমে পাকাপাকি ব্যবস্থা হোক।

স্থানীয় ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার বৃন্দাবন প্রামাণিক জানান পর্যায়ক্রমে , তিনটি জায়গায় আপাতত বালির বস্তা ফেলে জলের ধাক্কা যাতে না লাগে পাড়ে সে ব্যবস্থা করা হচ্ছে, তবে স্থায়ী সমাধানের জন্য উচ্চ মহলে কথা বলেছি।

Leave a Reply