শতাব্দী প্রাচীন নিম গাছ কাটা নিয়ে বিক্ষোভ এলাকাবাসীর

Social

মলয় দে নদীয়া:- নদীয়া জেলার শান্তিপুর বেলঘড়িয়া দু’নম্বর পঞ্চায়েতের অন্তর্গত ঘোড়ালিয়া বারোয়ারি পাশে, প্রায় ২০০ বছরের পুরনো একটি নিমগাছ গতকাল কাটতে আসে একদল তবলজি। স্থানীয় মানুষ, অনুমতির বিষয়ে জানতে চাইলে তারা জানান, প্রধানের নির্দেশেই তারা গাছ কাটতে এসেছেন। এরপর বনদপ্তর এর ফোন করে এলাকাবাসী নিশ্চিত হন রাস্তার পাশে পিডব্লুডি এক্তিয়ারভুক্ত ওই গাছ কাটার অনুমতি দেওয়া হয়নি। তবে স্থানীয় বিডিও জানান প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই গাছটি বিপদজনক অবস্থায় রয়েছে তাই পঞ্চায়েত থেকে অনুমতি দেওয়া হয়েছে। এলাকাবাসীর দাবি, বিডিও অফিসের পক্ষ থেকে অথবা পঞ্চায়েত এর পক্ষ থেকে কোনো প্রতিনিধি উপস্থিত নেই কেন! প্রধান আসছি আসছি বলে কাটিয়েছেন দীর্ঘ এক ঘন্টা। যেখানে একটু অক্সিজেনের জন্য হাহাকার লেগে গেছে, সেখানে শতাব্দী প্রাচীন এই গাছ কাটার পেছনে কোনো যৌক্তিকতা নেই। এলাকার কিছু রাজনৈতিক মদদপুষ্টদের প্ররোচনায় এ কাজ হয়েছে বলেই তারা মনে করেন।

এলাকাবাসীদের পক্ষ থেকে জানানোর পর স্থানীয় শান্তিপুর থানার পুলিশ এসে পৌঁছায়। তারাও কোনো অনুমতি পত্র না দেখতে পেয়ে, জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে শান্তিপুর থানায় নিয়ে যায। রাস্তার মাঝে মাঝে দীর্ঘক্ষন ধরে, ওই গাছ কাটার ফলে, যানজট সৃষ্টি হয় এমনকি, ১০৩ আম্বুলান্স আটকে পরে বেশ খানিকক্ষণ সময়ের জন্য। এরপর প্রশাসনিক তৎপরতায় রাস্তার পাশে সরানো হয় গাছের গুড়ি।

Leave a Reply