বিএসএফ এর উদ্যোগে কাঁদিপুর গ্রামে সীমান্ত সংলগ্ন গ্রামবাসীদের জন্য মেডিকেল ক্যাম্প

Social

অঞ্জন শুকুল,নদীয়া : নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের কাঁদিপুর গ্রামে সীমান্ত সংলগ্ন গ্রামবাসীদের চিকিৎসার জন্য বিএসএফের ৫৪ নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে শনিবার আয়োজন করা হয়েছিল মেডিকেল ক্যাম্প । ওই ক্যাম্পে ২৫০ গ্রামবাসীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় । দেওয়া হয় ঔষুধ । ওই এলাকার তিনটি স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় পড়াশোনার বিভিন্ন রকমের উপকরণ । ওই ক্যাম্পে উপস্থিত ছিলেন বিএসএফের ৫৪ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট দেশরাজ সিং সহ অন্যান্য আধিকারিকরা । দেশরাজ সিং জানিয়েছেন,’ সীমান্ত সংলগ্ন গ্রামবাসীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে বিএসএফের পক্ষ থেকে নানা ধরনের অনুষ্ঠান করা হয়ে থাকে । তারই অঙ্গ হিসাবে কাদিপুর ক্যাম্পে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল । গ্রামবাসীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । কেউ বেশি অসুস্থ থাকলে তাকে জেলা হাসপাতাল বা কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল । তিনটি স্কুলের ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়েছে পড়াশোনা উপকরণ । আগামী দিনেও বিএসএফের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হবে ।’

এছাড়াও উপস্থিত ছিলেন কাঁদি পুরের বি এস এফ ক্যাম্পের এ সি রবিনদর কুমার, ইন্সপেক্টর বিকাশ কুন্ডু ও ডি সি প্রসেন ওলোমা সহ অনেক বি এস এফ এর আধিকারিকগণ । গ্রামবাসীরা বিএসএফের কাজে খুশি বলে জানান।

Leave a Reply