মলয় দে নদীয়া :- নদীয়ার শান্তিপুরের চাঁদুনীপাড়া সেকেন্ড লেনের পৌরসভা পরিচালিত অদ্বৈত স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ বছর অতিক্রম করা একটি নিম গাছ কাটা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় ৷ এলাকার মানুষ গাছ কাটতে বাধা দিয়ে স্থানীয় পরিবেশবাদী সংস্থা পরিবেশ ভাবনা মঞ্চকে বিষয়টি জানায় ৷
পরিবেশ ভাবনা মঞ্চের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে গাছটি সরেজমিনে পর্যবেক্ষন করে স্থানীয় বাসিন্দাদের এবং বন দপ্তরের সাথে কথা বলেন ৷
স্থানীয় মানুষের অভিযোগ ঐ স্কুলের প্রধান শিক্ষক নাকি পৌরকর্তৃপক্ষের কাছে ঐ গাছটি কাটার আবেদন জানিয়েছিলেন ৷ সেই প্রেক্ষিতে পৌরসভা থেকে গাছটি কাটার কথাও নাকি জানানো হয় ৷ ঐ স্কুলের গাছ কাটতে যাওয়া কাষ্ঠ ব্যবসায়ী জানান যে, পৌরসভা থেকে তাঁকে নাকি গাছটি কাটতে বলা হয়েছিলো ৷ সেজন্যই তিনি গাছটি কাটতে এসেছিলেন ৷
স্থানীয় মানুষ আরো জানায় যে, তাঁরা পৌরপতির কাছেও গাছ কাটা বন্ধের আবেদন জানিয়েছিলেন ৷ কিন্তু তাতে কাজ না হওয়ায় তাঁরা পরিবেশ ভাবনা মঞ্চকে জানান ৷ পরিবেশ ভাবনা মঞ্চের পক্ষ থেকে এ বিষয়ে জানানো হয় গাছ কাটার অনুমতি মেলে বনবিভাগের থেকে, তাও বিশেষ কারণ খতিয়ে দেখে। চাঁদুনী পাড়ার প্রতিবাদী মানুষ, পরিবেশকর্মী এবং সাংবাদিকদের প্রচেষ্টায় শেষে পর্যন্ত গাছ কাটা বন্ধ হয় বলেও জানা যায়। ঘটনাটি পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছেন বন বিভাগ থেকে।