হুইলচেয়ার করে গ্রাম ঘুরে আনাজ জোগাড় করে কর্মহীন পরিবারের হাতে তুলে দিলো প্রতিবন্ধন এর সদস্যরা

Social

মলয় দে, নদীয়া :- নদীয়ার শান্তিপুরের গোবিন্দপুরের বাসিন্দা সুজন দত্ত। ষাটোর্ধ্ব এই প্রবীণের, প্রচেষ্টায় শারীরিক বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা যুক্ত মানুষদের সাথে নিয়ে গড়ে তুলেছিলেন সংগঠন প্রতিবন্ধন। লক্ষ্য একটাই বৃহৎ পরিবার গঠন। সরকারি ভাতা হোক বা লোন, জীবিকার সুলুক-সন্ধান হোক বা সামাজিক দায়বদ্ধতা পূরণ সর্বত্রই, নিজেরা ঐক্যবদ্ধ থেকে হেসে খেলে শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে, প্রতিযোগিতায় অবতীর্ণ হয় সমাজের মূল স্রোতে।

গতবছর করোনার প্রথম দিন থেকে, হুইলচেয়ারে শান্তিপুর বিধানসভায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন গ্রাম শহরের কুশল নিয়েছিলেন তিনি। সাধ্যমত একপ্রকার চেয়ে চিনতেই, বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য দ্রব্য তুলে দিয়েছিলেন অনেকেরই হাতে। এবারেও, তিনি মনে করেছেন, চাল গম রেশন থেকে পাওয়া যায়! আনাজ নিজেদেরই কিনতে হয়। বাড়িতে একজন প্রতিবন্ধকতা যুক্ত সদস্য থাকলে, কর্মহীন পরিবারের এমনিতেই অসুবিধা। তাই কুমড়ো, ভেন্ডি, পটল কাঁচা লঙ্কা আলু, ঝিঙে ডাঁটা, এইরকমই নানান রকম আনাজ বাগআঁচড়া অঞ্চলের প্রায় ৫০ জন প্রান্তিক পরিবারের হাতে তুলে দিলেন।

তিনি বলেন, শহর , বাবলা অঞ্চল এবং বাগাছরা অঞ্চল আজ শেষ হলো। আবারো আনাজ জোগাড় করে, শান্তিপুর বিধানসভার অন্তর্গত বাকি চারটি অঞ্চলে পৌঁছাব।

Leave a Reply