হুইলচেয়ার করে গ্রাম ঘুরে আনাজ জোগাড় করে কর্মহীন পরিবারের হাতে তুলে দিলো প্রতিবন্ধন এর সদস্যরা

মলয় দে, নদীয়া :- নদীয়ার শান্তিপুরের গোবিন্দপুরের বাসিন্দা সুজন দত্ত। ষাটোর্ধ্ব এই প্রবীণের, প্রচেষ্টায় শারীরিক বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা যুক্ত মানুষদের সাথে নিয়ে গড়ে তুলেছিলেন সংগঠন প্রতিবন্ধন। লক্ষ্য একটাই বৃহৎ পরিবার গঠন। সরকারি ভাতা হোক বা লোন, জীবিকার সুলুক-সন্ধান হোক বা সামাজিক দায়বদ্ধতা পূরণ সর্বত্রই, নিজেরা ঐক্যবদ্ধ থেকে হেসে খেলে শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে, প্রতিযোগিতায় অবতীর্ণ […]

Continue Reading