সোশ্যাল বার্তা : ঘূর্ণিঝড় যশ এর প্রভাব গতকাল থেকেই পড়তে শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ।তবে বিভিন্ন জায়গার মতো পাঁশকুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকাতে এলাকার কাউন্সিলরের উদ্যোগে শুরু হয়েছে এলাকার মানুষদের সরানোর কাজ ।
ঘূর্ণিঝড়ের প্রভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হয় এমন প্রায় ১০০ টি দুস্থ পরিবারকে আজ সকাল থেকে পাঁশকুড়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ড এলাকার একটি স্কুলে নিরাপদ আশ্রয়স্থলে আনা হয়েছে। মূলত ঝড়ের হাত থেকে তাদের নিশ্চিত নিরাপত্তা দেওয়ার জন্য তাদের এই স্কুলে আনা হয়েছে। পাঁশকুড়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সমীর উদ্দিনের উদ্যোগে এই একশোটি পরিবারকে দু’বেলা আহার এবং রাত্রিতে জেনারেটরের ব্যবস্থা করে তাদের রাখার ব্যবস্থা করলো।নদী তীরবর্তী এলাকায় এই সমস্ত পরিবারগুলি থাকার কারণে তাদের এই নিরাপদ আশ্রয়ে আনা হলো বলে সমিরুদ্দিন বাবু জানান।
ঝড়ের রেশ যতদিন পর্যন্ত থাকবে ততদিনই তাদের পাশে থাকবেন এবং তাদের দু’বেলা আহার ব্যবস্থা করবেন বলে জানান কাউন্সিলর।