দেবু সিংহ,মালদা: ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একাধিক অবৈধ বেসরকারি ল্যাব।এমনটাই অভিযোগ চাঁচল তৃণমূল ছাত্র পরিষদের। অবৈধ এই ল্যাব বন্ধের দাবিতে সরব হলেন মালদা জেলার চাঁচলের তৃণমূল ছাত্রপরিষদের সদস্যরা।
লিখিত আকারে দ্রুত ল্যাব বন্ধের দাবি নিয়ে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাসের হাতে স্মারকলিপি তুলে দিল তারা।স্মারকলিপি পেয়ে দ্রুত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন চাঁচলের সুপার।
তৃণমূল ছাত্র পরিষদের মালদা জেলার সাধারণ সম্পাদক বাবু সরকারের অভিযোগ,দীর্ঘদিন ধরে শহরের বুকে আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেসরকারি অবৈধ ল্যাব বা স্বাস্থ্য পরীক্ষাগার। সাধারণ মানুষের কাছ থেকে দ্বিগুন পরিমাণে অর্থ নিয়ে ভুয়ো রিপোর্ট দিচ্ছেন বলে অভিযোগ ছাত্র নেতার।তবে তিনি সরাসরি কোন ল্যাবের নাম তোলেননি।তিনি প্রাথমিকভাবে অনুমান করছেন চাঁচল শহরের একাধিক ল্যাবে ভুয়ো রিপোর্টের রমরমা কারবার চলছে।তাই সাধারণ মানুষের সুবিধার্থে এই ল্যাব বা অবৈধ পরীক্ষাগার যাতে বন্ধ হয় সেই নিয়ে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে র সুপারের দারস্থ হয়েছেন।
এবিষয়ে চাঁচল সুপার স্পেশালিটী হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাস বলেন,আমরা ইতিমধ্যে দুয়েক-টি ল্যাবে হানা দিয়েছি।কিন্তু ল্যাব কর্তৃপক্ষ আমরা যাওয়ার আগেই পালিয়ে যায়।চাঁচল শহরের বুকে যে সমস্ত ল্যাব রয়েছে।তাদের সকলের বৈধ নথিপত্র রয়েছে কিনা তা দেখা হবে।না থাকলে উপযুক্ত পদক্ষেপ গ্রহন করা হবে।