হলদিয়ায় যশের মোকাবিলায় তৈরি এনডিআরএফ টীম সাথে ওয়ার্ড কাউন্সিলররা

Social

হলদিয়া — আগামী ২৬শে মে রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশ। আম্ফান এর মোকাবিলার জন্যে তৈরি হলদিয়া। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ।ঝুমঝুম করে বৃষ্টি চলছে । আবহাওয়া দপ্তর এর মতে ,এবছর  ঘূর্ণিঝড় যশ অবস্থান করতে চলেছে পারাদ্বীপ ও সাগর এর মাঝামাঝি। ব্যাপকভাবে প্রভাব পড়তে পারে হলদিয়াতে। হলদিয়ার বিভিন্ন কারখানা গুলি যশের মোকাবিলা করার জন্য প্রস্তুত ।গতবছর আম্ফান থেকে তারা শিক্ষা নিয়েছে । যশের মোকাবিলায় যেমন তৈরি এনডিআরএফ টীম তার  পাশাপাশি  হলদিয়ার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এর কাউন্সিলার  ।

হলদিয়া বেশ কয়েকটি জায়গায় ঝুঁকিপূর্ণ থাকায় সেগুলো পরিষ্কারের কাজে হাত লাগাল এনডিআরএফ । ঘূর্ণিঝড় ইয়াস হলদিয়া থেকে প্রায় ৭৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে । আবহাওয়া সূত্রে জানা গেছে বুধবার সকাল থেকেই ১০০ কিলোমিটারের অধিক বেগে ঝোড়ো হাওয়া বইবে হলদিয়া। ২কোম্পানির এনডিআরএফ টিম প্রস্তুত ইয়াসের মোকাবেলা করার জন্য । ঝড়ের পরবর্তী সময়ে রাস্তা অবরুদ্ধ হলে কিংবা রাস্তার উপরে বড় বড় গাছ পড়ে গেলে কিংবা ইলেক্ট্রিক খুঁটি পড়ে গেলে সেগুলো কে রাস্তা সাফাইয়ের কাজ দ্রুতগতিতে করতে পারবে এই এনডিআরএফ টিম । সেজন্য তারা নিয়ে এসেছে গাছ কাটার মেশিন থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র । হলদিয়া উপকূল রক্ষী বাহিনী কখন জল পথে কখনো আকাশপথে নজরদারি চালাচ্ছে ।

পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস এর সহ সভাপতি আজগর আলীর নেতৃত্বে প্রায় ২০০ জন কে নিয়ে  গঠন  করা হলো বিশেষ বিপর্যয় মোকাবিলা দল।

Leave a Reply