নবদ্বীপে নিষিদ্ধ পল্লীতে লকডাউনে কর্মহীনদের রান্না করা খাবার বিতরণ

Social

মলয় দে, নদীয়া:- নদীয়ার নবদ্বীপে নিষিদ্ধ পল্লীতে লকডাউনে কর্মহীনদের রান্না করা খাবার বিতরণ জুনিয়র লইয়ার্স ফোরাম নবদ্বীপ শাখার। এদিন দুপুরে নবদ্বীপ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তিলিপাড়া নিষিদ্ধ পল্লী এলাকায় থাকা কর্মহীন মানুষদের রান্না করা খাবার তুলে দিলেন নবদ্বীপের জুনিয়র লইয়ার্স ফোরামের সদস্যরা।

নবদ্বীপ আদালতের লইয়ার্স ফোরামের অন্যতম সম্পাদক দিলীপ চট্টোপাধ্যায় এর নেতৃত্বে প্রায় ৬৫ জন কর্মহীন মানুষদের রান্না করা খাবার বিতরণ করা হয়। নবদ্বীপ আদালতের লইয়ার্স ফোরমের সম্পাদক দিলীপ চট্টোপাধ্যায় বলেন, খাদ্য সামগ্রীর সাথে সাথে আমরা খুব শীঘ্রই একটি সেফ হোম চালু করার ব্যবস্থা করছি। কেননা এখন অক্সিজেনের খুবই অভাব দেখা যাচ্ছে সে কারণেই আমরা এই অক্সিজেন চালু করে সেফ হোমে রাখার ব্যবস্থা খুব শীঘ্রই করব।

Leave a Reply