বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস পালন

Social

বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৭ তম আত্ম বলিদান দিবস পালিত হলো পূর্ব মেদিনীপুর জেলার এগরায়। শহীদ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তিতে মাল্যদান এবং ভারতবর্ষের স্বাধীনতার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস উদযাপন বীর বিপ্লবীর। এদিন কৌড়দা- বুড়ন পল্লিশ্রী সাহিত্য সংসদের পক্ষ থেকে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন করা হয়। সংগঠনের তরফে বার্ষিক পত্রিকা ‘রুদ্রবিষান সাহিত্যবাসর’ প্রকাশিত হয়। পাশাপাশি আয়োজিত হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের। অন্যান্য বছরের ন্যায় এবছরও বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে উনাকে শ্রদ্ধা জানান সংস্থার কর্মকর্তারা। বীর বিপ্লবীর আত্ম বলিদান দিবসে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক তপন কুমার মহাপাত্র, সভানেত্রী জান্যবী মহাপাত্র, সহ-সভাপতি তরণী সেন, সহ-সম্পাদক উত্তম মান্না, অনির্বাণ মহাপাত্র, শিবাশীষ মহাপাত্র, উত্তম পাত্র, অনুপম মহাপাত্র, অঞ্জনা ত্রিপাঠী, সুতপা মহাপাত্র, বরিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেরা, এগরা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ জানা প্রমুখ। সংস্থার সম্পাদক তপন কুমার মহাপাত্র বলেন, পরাধীন দেশকে স্বাধীন করতে গিয়ে বীর বিপ্লবী যেভাবে তার জীবনকে দেশ মাতৃকার চরণে উৎসর্গ করেছেন তা আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। আগামী দিনে শহীদ ক্ষুদিরাম বসু কে অনুসরণ করে আমাদের যুব সমাজকে এগিয়ে এসে দেশমাতৃকাকে রক্ষা করতে হবে।

Leave a Reply