করোনা সচেতনতায় পথে হীরাপুর থানার পুলিশ প্রশাসন

Social

রমিত সরকার: দেশজুড়ে চলছে করোনার দাপট।  করোনার জেরে স্বজনহারা হচ্ছেন আনেকেই। কারোনা সংক্রমণ ঠেকাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে । সরকার তরফ থেকে  জনসাধারণের মাঝে চলছে সচেতনতা। তবু অনেকেই সচেতন হচ্ছেননা ।পথে ঘাটে এখনও দেখা মেলেই অনেক মাস্কহীন ব্যাক্তি বা অকারণে রাস্তায় ঘোরাঘুরি।

পশ্চিমবঙ্গ সরকার কার্যত লকডাউন ঘোষনা করার পরেও জনসমাগম লক্ষ করা যাচ্ছে বিভিন্ন জায়গায়। প্রশাসন তরফ থেকে নানা ভাবে সচেতন করতে তেমনি এক চিত্র দেখা গেলো পশ্চিম বর্ধমানের হীরাপুরে।

মানুষকে সচেতন করতে পথে নেমেছে পুলিশ। পশ্চিম বর্ধমান জেলার হীরাপুর থানার পুলিশ মুখোশের মাধ্যমে করোনার ভয়াবহতা তুলে ধরে সচেতনতামূলক প্রচার চালায় পাশাপাশি মাস্কও বিলি করে।

Leave a Reply