দেবু সিংহ, মালদাঃ-চলছে লক ডাউন তার মাঝে থেমে নেই নবপ্রচেষ্টা চ্যারিটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা,। হবিবপুর ব্লক আদীবাসী অধ্যুষিত এলাকা হিসেবেই পরিচিত, হবিবপুর ব্লক জুড়ে সোমবার সকাল থেকে ব্লকের বিভিন্ন জায়গায় পথচলতি মানুষের হাতে মাস্ক, স্যানিটাইজার,সাবান তুলে দিলেন ও সচেতনতামূলক প্রচার চালিয়ে সকলকে লকডাউন করোনা বিধি মানতে সতর্ক করার কথাও জানিয়েছে এই সংগঠনের সদস্যরা
শুধু সচেতন মূলক প্রচারে থেমে নেই নব প্রচেষ্টা, দিন রাত এক করে হবিবপুর ব্লকের প্রত্যন্ত গ্রামে অক্সিজেন সহ করোনা আক্রান্ত পরিবারগুলোর পাশে গিয়ে দাঁড়াচ্ছেন এই নবপ্রচেষ্টা চ্যারিটির সদস্যরা।
করোনা আক্রান্ত রুগীর অক্সিজেন লেভেল মেপে দেওয়া থেকে শুরু করে জরুরি অক্সিজেন সহ ওই পরিবার গুলোকে খাবার পৌঁছে দেওয়ার বাদ নেই কিছুই।
শিব জ্ঞানে জীব সেবাকে ধর্ম করে বুলবুলচন্ডীর একদল মানবিক যুবক এই গোটা করোনা পরিস্থিতিতে মানুষের পাশে থাকার সর্বপরি চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই সংস্থার বেশিরভাগ সদস্যই কলেজ ছাত্র ছাত্রী তারা তাদের অদম্য জেদ নিয়ে সাধারণ শুভাকাঙ্ক্ষী মানুষ দের থেকে ও নিজেদের পকেটমানি ও টিউশন পড়ানোর অর্থ দিয়ে এই ব্লকের সাধারণ মানুষ গুলোর পাশে দারিয়েছেন।
এই মর্মে নবপ্রচেষ্টা চ্যারিটির সভাপতি প্রতীক ঘোষ জানান করোনাকালীন প্রথম সময় থেকে আজ অবধি তারা কাজ চালিয়ে আসছেন, বহু মানুষ তাদের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে পাশে থেকেছেন। এই সময় টা সত্যি ভিষণ খারাপ, তারা তাদের সাধ্যমত এই ব্লকের সাধারণ মানুষদের পরিষেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কারণ তারা যে লক্ষ্য নিয়ে ময়দানে নেমেছেন তাতে তারা অটুট থাকতে চান, বিনিময়ে সাধারণ মানুষ গুলোর থেকে যে আশীর্বাদ পান তাতেই তারা সন্তুষ্ট। বিপদ থেকে সকলকে রক্ষা পেতে মাস্কের ব্যাবহার ও বাড়িতে থাকার বার্তা পৌঁছনোই আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য ।