বিদ্যালয়ের প্রাক্তনীদের আয়োজনে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির

Social

নিউজ সোশ্যাল বার্তা : নদীয়া জেলার সীমান্তবর্তী বিদ্যালয় গেদে সম্মিলনী হাইস্কুল। অাজ বিদ্যালয়ে ২০১৬ মাধ্যমিক ব্যাচের প্রাক্তনীদের

সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় । বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও এলাকার কিছু সমাজ সেবী মানুষ সহযোগীতার হাত বাড়িয়ে দেয় ।

প্রত্যাশা ছিল ৫০ এর অধিক রক্তদাতার রক্ত দান করবেন।সাড়াও প্রায় ৫৫-৬০ জন ডোনার কিন্তু প্রায় ১০-১৫ জন শারীরিক অসুস্থতার (হাই প্রেসার/লো প্রেসার/অ্যানিমিয়া) ইত্যাদি কারণে রক্ত দিতে সক্ষম হননি ।

শেষ পর্যন্ত ৪৪ জন রক্তদাতারা রক্ত দান করেন । ব্লাড ব্যাংকের থেকে আগত চিকিৎসক ও টেকনিশিয়ানরাও খুশি ।

ইমারজেন্সি ব্লাড সার্ভিসেস এর গেদের সদস্যরাও এ রক্তদান শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ।

তাদের আশা পরের বার আরো ভালো হবে অার তার জন্য যা যা পরিকল্পনা গ্রহণ করা দরকার সংস্থার পক্ষ থেকে তাই করা হবে ।

Leave a Reply