মলয় দে, নদীয়া:-স্বাধীনতা দিবসে ৭৪জনকে রীতিমতো লিখিত জবানবন্দি নিয়ে গাছ দত্তক দেওয়ার পর। রবিবারও তাদের সদস্যরা রয়েছে পথেই। গতকাল স্বাধীনতা দিবসে আনন্দে মাতোয়ারা সকলেই যে যার কাজে ব্যস্ত! কিন্তু প্রয়াস এর সদস্যরা জাতীয় সম্মান রক্ষায় ব্যস্ত। তারা মনে করেন ফেস্টুন ব্যানার, ছোট হাত পতাকা বা গাড়িতে লাগানো পতাকা মনের অজান্তে পড়েছে পথপ্রান্তে, যা উড়ে গিয়ে পড়ে, নোংরা আবর্জনা মাঝে কখনোবা বৃষ্টির জলে ধুয়ে মেশে পায়ে। তাই গত বছরের মতো এ বছরও বস্তা নিয়ে বেরিয়ে পড়েছে জাতীয় পতাকা কুড়োনোর কাজে। কিন্তু সংশয় একটাই এত পরিমাণে সংগ্রহের পতাকা জমিয়ে কি করবেন তারা? আদৌ কি সেগুলি সরকারি কোন বিভাগে জমা করার ব্যবস্থা আছে? নাকি টুকরো টুকরো অবমাননা গুলি একত্রে জমা করে শেষমেষ ওই একই পথেই হাঁটতে হবে!