ভাইয়ের অন্নপ্রাশনে স্বপ্নপূরণ দাদার

Social

সোশ্যাল বার্তা :  রৌণক নন্দীর অন্নপ্রাশনে ৯ বছরের দাদা রুপম নন্দীর ইচ্ছে পূরণ করলেন তার বাবা-মা। অশোকনগর স্টেশন লাগোয়া অঞ্চলের বেশ কিছু দুস্থ শিশু ও বয়স্কদের হাতে খাবারের প্যাকেট তুলে দিলো রুপম।
ভাইয়ের অন্নপ্রাশনের এই বিশেষ দিনটিতে এভাবে পালন করার ইচ্ছে জানিয়েছিল তার বাবা-মায়ের কাছে। ছোট ছেলের অন্নপ্রাশনে বড় ছেলের এই ইচ্ছেকে গুরুত্ব দিয়েছেন তার বাবা-মা। বুধবার ছোট্ট রৌনকের অন্নপ্রাশনে দুঃস্থ মানুষদের মধ্যে খাবার বিতরণ করতে এদিন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল বৈশাখী উৎসব কমিটি।

এক ৯ বছরের শিশুর মানবিক ইচ্ছাকে প্রাধান্য দিতে এগিয়ে এসেছিলেন এই সংগঠনের ‘মানবিক’ যুবকরা। তারাই রূপমের ইচ্ছেকে সার্থক করতে সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন।

বুধবার অশোকনগর রেলস্টেশন সংলগ্ন এলাকায় দুপুরে দুস্থ ও শিশু, বয়স্ক ও অসহায় মানুষদের হাতে রুপম খাবারের প্যাকেট তুলে দিতে পেরে এদিন তৃপ্ত হয়েছিল। ছেলের ইচ্ছাকে প্রাধান্য দিতে পেরে খুশি তার বাবা-মা। এই কাজে স্বতঃস্ফূর্ত সহযোগিতার জন্য বৈশাখী উৎসব কমিটিকেও তারা সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply