মলয় দে, নদীয়া:- লকডাউন ঘোষণা হতেই ঘরে ফেরার তাড়া। আগেই আংশিক লকডাউনে বন্ধ হয়েছে ট্রেন। ভাটা পড়েছিল সড়ক পরিবহন ব্যবস্থার উপরেও রাস্তায় বাস চলছিল হাতেগোনা।
আজ নতুন করে লকডাউন ঘোষণা হাওয়ায়। বাড়ি ফিরতে ব্যস্ত বাড়ির মানুষ। হঠাৎ লকডাউন ঘোষণা হাওয়ায় অল্প সময়ে বাড়ি ফিরতে হবে। ঘরে ফেরার ভিড়ে বাসের সংখ্যা নেহাতই খুব কম। নাকের নিঃশ্বাস অন্যের মুখে ফেলে। কোভিড কোভিড বিধিকে শিকেয় তুলে। কপাল গুনে বাস মিললে ভিড়ে দাঁড়িয়ে ফিরতে হচ্ছে সাধারণ প্যাসেঞ্জারদের। বাস না পেয়ে অটো বা ছোট চারচাকায় জমছে ভিড়। অনেকে পণ্যবাহী গাড়িতেই ফেরার চেষ্টা করছেন বাড়িতে। তবে নতুন করে কোথাও যাওয়ার কথা ভাবছেন না কেউই।
নদীয়ার তেহট্টের বাসিন্দা পরেশ পাল জানান কাজে কোলকাতা গেছিলাম ১ সপ্তাহ আগে। ট্রেন বন্ধ রয়েছে কাল থেকে শুনছি আবার লক ডাউন তাই বাড়ি ফিরতে বাধ্য হচ্ছি।