মোল্লাবেড় এসকে ইউএস গ্রামীণ সমবায় ব্যাংকের উদ্বোধন

Social

মলয় দে নদীয়া:-নদীয়া জেলার মোল্লাবেড় এসকে ইউএস গ্রামীণ সমবায় ব্যাংকের উদ্বোধন হল আজ । গ্রামে উৎপাদিত ফসল, প্রতিপালন করা প্রাণী মূলত এই দুই বিষয়ে আমদানিকৃত অর্থ চলে যায় শহরের ব্যাঙ্ক গুলিতে। তাই ঝকঝকে তকতকে শহর। অথচ তাদের দ্বারা উপার্জিত অর্থ জমা তোলার ক্ষেত্রে সময় নষ্ট করে যেতে হয় শহরে। এ চিন্তা ভাবনা থেকেই বাণিজ্যে বসতে লক্ষ্মী এখন গ্রামেই। অন্যান্য ব্যাংক বেসরকারিকরণের পথে পা বাড়ালেও সম্পূর্ণ গ্রাহকদের মধ্য থেকেই দীর্ঘদিন থেকে চালানো আর্থিক লেনদেনের অভিজ্ঞ এলাকাবাসীর কর্মসংস্থানের মাধ্যমে, সরাসরি চাষীদের, ছোট ব্যবসায়ীদের সবচেয়ে বেশি সুদ প্রদান, অল্প সুদে লোন প্রদান, কৃষকবীমা জীবন বীমা সহ নানা বাড়তি সুবিধা মেলে এ ধরনের গ্রামীণ ব্যাংকে।

১৯৬২ সাল থেকে জনাকয়েক গ্রাহক নিয়ে পরিষেবা দিতে দিতে আজ পনেরশোর বেশি গ্রাহক সংখ্যা। সভাপতি হিসেবে স্বপন বিশ্বাস, ছজন সদস্য নিয়ে তৈরি কমিটি এবং পাঁচজন কর্মচারী নিয়ে আগামীতে এগিয়ে চলতে শুরু করলো আজ থেকে নতুন করে। বিধায়ক অরিন্দম ভট্টাচার্য আর্থিক এবং পরামর্শ কতভাবে বিস্তারিত সহযোগিতা করায় আজ শুভ উদ্বোধন করেন তিনি।

উপস্থিত ছিলেন নদিয়া কেন্দ্রীয় ব্যাংক সমবায় সভাপতি শিবনাথ চৌধুরী, শান্তিপুর ব্লকের বিডিও সুমন দেবনাথ, এ ডি ও সন্দ্বীপ মিত্র, পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা প্রামানিক, ভাবলে অঞ্চলের প্রধান উন্নতি সরদার সহ বহু বিশিষ্ট জন।

Leave a Reply