মলয় দে নদীয়া:- আজ শুক্রবার অর্থাৎ জুম্মাবার। এই বিশেষ দিনে ঈদউল ফিতর হওয়ার কারণে সকালের আলো ফুটতেই খুশির ঈদের নামাজ। দুপুর ১ টার জুম্মার নামাজ আজ ১২ টায় । এরপর জোহরের নামাজ, বিকাল চারটেয় আসরের নামাজ , সন্ধে ছটায় মাগরীব নামাজ এবং রাত ৮ টায় এষার নামাজের মাধ্যমে শেষ হবে আজকের প্রার্থনা।
সেই উপলক্ষে আজ সর্বত্র খুশির জোয়ার নেমে এসেছে। অন্যান্য রাজ্যে ধর্মীয় ভাবে পালিত হলেও, পশ্চিমবঙ্গে সকলের উৎসব হিসেবে পালিত হয়ে আসে এই দিনটি। রাজ্যের প্রত্যেক স্থানের মতো নদীয়াতেও এই উৎসব লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকেই। আংশিক লকডাউন এর ফলে , বাইরে খুব একটা আনন্দের বহিঃপ্রকাশ না দেখা গেলেও, প্রত্যেকের বাড়িতে কঁচিকাঁচাদের মনে রয়েছে খুশির আমেজ।তাদের মাঝে, এতোটুকু ঘাটতি পড়েনি।