নদীয়ার শিল্পীর শিল্প কলায় মুগ ডালে ওপর মাটি দিয়ে সৃষ্টি করলেন নয় মিলিমিটারের মা দূর্গা

Social

মলয় দে নদীয়া :-নদীয়ার প্রতাপ নগর এলাকার বাসিন্দা গৌতম সাহা।পেশায় অংকন শিক্ষক।ছোট বেলা থেকেই সাংস্কৃতিক পরিবেশে বড় হয়ে ওঠ। তার বাবা ছিলেন একজন বেতার শিল্পী।ছোট থেকেই ভিন্ন ও বিকল্প শিল্প ভাবনা তারা করে বেড়াত।

প্রতি সময় চেয়েছেন নিজের উদ্যম ইচ্ছে শক্তি ও শিল্পকলায় নতুন কিছু করার।অতীতে তিনি সিমেন্ট এর বহু মনিষী দের মূর্তী তৈরী করেছেন।এরই পাশাপাশি গত দুবছর করোনা আবহেও তার শিল্প কলায় বাধ সাধতে পারেনি বলে তিনি জানান।

গত বছর করোনা আবহেও তিনি একটি চালের ওপর মা দূর্গার তৈরী করেছিলেন, যার নাম দিয়েছিলেন করোনা অসুর বধ।এ বছর দূর্গা পুজোকে সামনে রেখে দীর্ঘ প্রায় এক মাস ধরে নিরলস প্রচেষ্ঠায় নিজের শিল্প কলার মাধ্যমে একটি মুগ ডালের ওপর মাটি, দিয়ে ৯ মিলি মিটার মা দূর্গার মূর্তি গড়ে ফের তাক লাগিয়েছেন তিনি।তিনি আরও বলেন সব সময় নতুন কিছু করার নেশা তারা করে বেড়ায়, তার থেকেই তার এই প্রচেষ্টা।আগামী দিনে আরও এমন ভিন্ন ভাবনায় নতুন কিছু করার লক্ষেই এগিয়ে চলছেন বলেও তিনি বলেন।

Leave a Reply