সম্প্রীতির বার্তা ! ইসলামধর্মের মানুষদের ইফতার করিয়ে নজির ব্রাহ্মণ সন্তানের

Social

অতনু ঘোষ, পূর্ব বর্ধমান: সারা দেশ জুড়ে চলছে করোনা সংক্রমণ । করোনার সংক্রমণের জেরে কার্যত বন্ধ বিভিন্ন মন্দির-মসজিদ ধর্মীয় স্থান ও ধর্মীয় অনুষ্ঠানেও রয়েছে একাধিক বিধি নিষেধ। বর্তমানে রমজান মাস চলছে, একদিন পরে আসতে চলেছে খুশির ঈদ কিন্তু, সম-সাময়িক অবস্থা বিবেচনা করে এবং সরকারি নির্দেশের কথা মাথায় রেখেই রমজান শেষে মসজিদে ৫০ জনের বেশি নামাজ না পড়ার আবেদন জানায় দেশের মুসলিম সংগঠনগুলি ও প্রশাসন। রমজান শেষে ইফতারের মজাও অনেকটা কম। এইরকম অবস্থায় দাঁড়িয়ে একদিন পরই পালিত হতে চলেছে খুশির ঈদ।

গতকাল ছিল ২৯ তম রোজা। এই ২৯ তম রোজার দিন বেশ কিছু মুসলিম সংখ্যালঘু রোজা রাখা মানুষদের সাথে নিয়ে ইফতার করালেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মেমারি ১ নম্বর ব্লকের বিশিষ্ট সমাজসেবী নিত্যানন্দ ব্যানার্জি। নিত্যানন্দ ব্যানার্জি একজন ব্রাহ্মণ ঘরের সন্তান।
ব্রাহ্মণ ঘরের সন্তান হয়ে মুসলিম সমাজের রোজদার মানুষদের ইফতার পার্টি দিয়ে আবার প্রমাণ করলেন “মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান,
*মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ।”

এদিনের ইফতার পার্টিতে হিন্দু মুসলমান সহ বিভিন্ন ধর্মের মানুষেরা হাতে হাত লাগান।
উপস্থিত রোজা রাখা মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা এদিন নদিপুর মাদার টেরিজা নার্সিংহোম এর নিকট উপস্থিত হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এক সাথে নামাজ পড়েন এবং নামাজ শেষে খাবার গ্রহণ করে আজকের রোজা সমাপ্ত করেন।

Leave a Reply