দেবু সিংহ,মালদা: জমায়েত এড়াতে গতবাবের মতো এবারও ইদগাহগুলিতে নমাজ পাঠ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলার ইদগাহ কমিটিগুলি। তার পরিবর্তে বাড়ির ছাদে, উঠোনে নমাজ পাঠের কথা জানানো হয়েছে। মসজিদে ইদুল ফিতরের নমাজ পাঠ হলে, ৫০ জনের বেশি নয়। সেখানে দফায় দফায় হতে পারে। কিন্তু অবশ্যই তা করোনা বিধি মেনে। সামাজিক দূরত্ব যেমন বজায় থাকবে, তেমনই স্যানিটাইজ করে মসজিদের ভেতরে প্রবেশ করতে হবে।
এ ব্যাপারে শহরের এক সমজিদের কোষাধ্যক্ষ সারাফাত আলি বলেন, ‘করোনার প্রকোপ যে হারে জেলায় বাড়ছে, সেই কথা ভেবে এবার ইদে বাড়িতে নমাজ পাঠের কথা বলা হয়েছে। মসজিদে হলেও সেখানে ৫০ জনের বেশি জমায়েত করা যাবে না।’