প্রীতম ভট্টাচার্য,নদীয়া: সারা দেশ জুড়ে চলছে করোনা সংক্রমণ। মহামারী কোভিড এর দ্বিতীয় ঢেউও ভয়ঙ্কর রূপ ধারণ করে আছড়ে পড়েছে আমজনতা মধ্যে । দেশের বিভিন্ন প্রান্তে এই সময় অক্সিজেন থেকে শুরু করে হাসপাতালের বেড এর অভাব দেখা যাচ্ছে। মানুষের এই বিপদের সময় সময় বামপন্থী ছাত্র রা সর্বতোভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করছে।
ভারতের ছাত্র ফেডারেশন নদীয়া জেলার কৃষ্ণনগর শহর শাখার সদস্য এবং সদস্যাদের তরফ থেকে এই মহামারী সময়কালে কৃষ্ণনাগরিকদের পাশে থাকার জন্যে রেড ভলিন্টিয়ার্স এর হেল্প লাইন চালু করা হয়েছে।
নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে প্রাণ দায়ী অক্সিজেন সবই পৌঁছে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের বাড়ির দোরগোড়ায়। সংগঠনটির পক্ষ থেকে সাধারণ মানুষ যাতে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন তার জন্য রেড ভলান্টিয়ার্স দের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে
সাগ্নিক চাকী , ( সম্পাদক)
মেঘনা বিশ্বাস,
সৌমিক বক্সি
বিজন সর্দার
মৌতৃষা বিশ্বাস
দীপ স্যান্যাল
সুপ্রীয় ঘোষ
লিপিকা সর্দার
মহঃ সাজিদ
জাভেদ মিড্ডে
সদস্যদের অধিকাংশই কলেজ এবং ইউনিভার্সিটি তে পাঠরত ছাত্র-ছাত্রী।
সংগঠনের সদস্যরা জানান “মানুষ খুব সমস্যার মধ্যে আছেন তাই সাধারণ মানুষের বিপদের দিনে আমাদের পক্ষে যতটা সম্ভব করার জন্য এগিয়ে এসেছি। এখনও অবধি শহরের প্রায় ৩৫টি পরিবারের করোনা আক্রান্ত মুমূর্ষু ব্যক্তির কাছে অক্সিজেন পৌঁছে দিতে পেরেছি। এছাড়াও অক্সিমিটারের সাহায্যে অক্সিজেন লেভেলটাও আমরা বারেবারে দেখছি। কারোর ওষুধ বা খাবার লাগলে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি”।
অধিকাংশ সদস্যই ছাত্র খরচ জোগাড় হয় কিভাবে জিজ্ঞাসা করতেই জানান “কাজ করার সদিচ্ছাই বড়। দলমত নির্বিশেষে কিছু সহৃদয় ব্যক্তি, শিক্ষক, ব্যবসায়ী এমনকি কিছু ছাত্র জামানো টাকাও দিয়ে সহযোগিতা করেছেন। সর্বোপরি সবার সেবা করার জন্য আমরা এই কাজে ব্রতী হয়েছি”।