দেবু সিংহ,মালদা : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা।
বৃহস্পতিবার সকালে মালদা শহরের নজরুল সরনী এলাকায় বিদ্রোহী কবির আবক্ষ মূর্তি তে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এরপর জেলার শিল্পীরাও শ্রদ্ধা জানান।গান ও আবৃত্তির মাধ্যমে কবিকে শ্রদ্ধা জানান শিল্পী সংসদের শিল্পীরা।
উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর সুব্রত সরদার, মালদা শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা সহ অন্যান্য শিল্পীরা।
গত দুই বছর করোনা আবহে ঘটা করে পালন করা হয়নি নজরুল ইসলামের জন্ম দিবস। এবছর করোনা আবহ কাটিয়ে সকাল থেকে কবি বন্দনায় মাতেন শিল্পীরা। এদিন সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জেলা জুড়ে।
ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, প্রতিবছর কবিকে শ্রদ্ধা জানানো হয় পৌরসভার পক্ষ থেকে। গান ও আবৃত্তির মাধ্যমে কবিকে শিল্পীরা শ্রদ্ধা জানান। কাজী নজরুল ইসলামের আদর্শ ও চিন্তাধারা সমাজে প্রতিফলিত হলে বড় কাজ হবে।