ভ্রাম্যমাণভাবে রবীন্দ্রজয়ন্তী পালন নদিয়ার যুগবার্তা পরিবারের সদস্যদের

Social

মলয় দে, নদীয়া:- একের পর এক গুণীজন, আত্মীয় পরিজন সকলকেই কেড়ে নিচ্ছে অদৃশ্য অশুভশক্তি। ঠিক এইরকমই রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনেও এসেছিল অন্ধকারের ছায়া। নিজের মনকে শক্ত করে, নাটক-আবৃত্তির নানান সৃষ্টির মধ্য দিয়ে বহুমানুষকে অনুপ্রেরণা জুগিয়ে ছিলেন বাঁচার এবং বাঁচানোর জন্য। তাই রবীন্দ্রনাথএ সময় বিশেষ তাৎপর্যপূর্ণ। অন্যান্য বছরের বিভিন্ন অনুষ্ঠানে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্তথাকে আপামর শান্তিপুরবাসী। কিন্তু গত বছর এবং এবছর কোভিদ পরিস্থিতির কথা মাথায় রেখে, জমায়েত বা বিভিন্ন অনুষ্ঠান থেকে বিরত থাকার স্বাস্থ্যবিধি মেনে চলছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।

নদিয়ার যুগবার্তা পরিবার,সকল স্বাস্থ্যবিধি মেনে জনসাধারণের মনে অনুপ্রেরণা যোগানোর উদ্দেশ্যে তিনটি টোটো তে নাঁচ, গান এবং মাউথ অর্গান এবং কবিতা আবৃতি পরিবেশিত হলো পাড়ার মোড়ে মোড়ে। সুচরিতা ডান্স একাডেমির খুঁদে দুই সদস্যের নৃত্য, শায়ন পালের মাউথ অর্গান, এবং দুজন রবীন্দ্র সংগীত শিল্পী তাদের সঙ্গীত নিবেদন করেন। শান্তিপুরের জনবহুলব্যস্ত বিভিন্ন মোড়ে এই অনুষ্ঠান চলতি দের অনেকটাই মনোরঞ্জন করেছে বলে দাবি করেন নদিয়া যুগবার্তা পরিবারের সম্পাদক সঞ্জিত কাষ্ঠ।

Leave a Reply