দেবু সিংহ,মালদা:মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী এবং তাদের পরিবার পরিজনদের জন্য শুক্রবার রাতের আহারের ব্যবস্থা করল রামকৃষ্ণ মিশন আশ্রম এবং প্রাক্তনীরা। যেহেতু এখন আংশিক লকডাউন চলছে, সন্ধ্যা সাতটার পর হোটেল দোকান সব বন্ধ। রোগীদের পরিজনেরা কোথাও খাওয়ার পাবেন না। সমস্যায় পড়তে হচ্ছে বাইরে থেকে আসা রোগীর পরিজনদের। তাদের কথাভেবে এদিন রাতের আহারের ব্যবস্থা করা হয়।
মালদা মেডিকেল কলেজের হাসপাতালের জরুরী বিভাগের সামনে এদিন খাবারের প্যাকেট বিলি করা হয়। রামকৃষ্ণ মিশন আশ্রম এবং বিদ্যালয়ের প্রাক্তনীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রোগী এবং তাদের পরিবার পরিজনেরা।