মলয় দে, নদীয়া : – বুধবার নদীয়ার শান্তিপুরের সামাজিক সংস্থা নবজাগরণের সপ্তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে শান্তিপুরের বহু প্রাচীন ঐতিহ্য পূর্ণ ঢেঁকি বা ঢেঁকি র ছন্দ শুনলেন সন্ধ্যা থেকে রাত প্রায় সাড়ে দশটা পর্যন্ত বহু মানুষ ।
এদিন নবজাগরণের নেতৃত্বে শান্তিপুরের রাজপথ পরিক্রমণ করলো গরুর গাড়ি সহ ঢেঁকি । সাধারণ ভাবে শান্তিপুরের ঢেঁকি ব্রহ্মা পুজোর আগে শান্তিপুরের রাজপথ পরিক্রমণ করে জলসাধা সহ ,সাধারণ ভাবে ব্রহ্মা পুজোর আমন্ত্রণ বার্তা হিসাবে ঐতিহাসিক তাৎপর্য রয়েছে এবং এই ঢেঁকি শান্তিপুরের কৃষ্টি ও সংস্কৃতি র বার্তা বাহক । তবে নবজাগরণের জন্মদিন উপলক্ষ্যে এই ঢেঁকি অনেকেরই মুখে হাসি ফোটাতে সক্ষম হলো বলেই অনেকের অভিমত ।