জীবাণুনাশক স্প্রে করা হল ভগবানপুর ১ ব্লক অফিস

Social

সোশ্যাল বার্তা: করোনা আক্রান্ত হয়েছেন ভগবানপুর ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক। আর তারপর থেকেই স্যানিটাইজ করার সিদ্ধান্ত নিয়ে গতকাল গোটা ব্লক চত্বর স্যানিটাইজ করা হয়।

উপস্থিত ছিলেন ব্লক সভাপতি প্রনব কুমার মাইতি,অমিত সামন্ত, (ব্লক হিসাব রক্ষক),,তপন দাস,(ডাইভার)) শ্রীকান্ত মাইতি (মৎস্য কর্মকর্তা),,ভি আর পি সুস্মিতা জানা ভি সি টি গন। ভগবানপুর ও কাজলাগড় অঞ্চলে সুপারভাইজার দিলীপ কুমার মাইতি ও মমতা মাইতি উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা জানান “করোনা যাতে সংক্রমিত না হয় তার জন্যই এই উদ্যোগ।”

Leave a Reply