শুরু হচ্ছে এক নয়ার পাঠশালা

Social

নিউজ সোশ্যাল বার্তা,২৭শে নভেম্বর ২০১৯: শিশুর মৌলিক অধিকার গুলির মধ্যে শিক্ষার সুযোগ লাভ করা একটি অন্যতম মৌলিক অধিকার। সামাজিক দায়-দায়িত্ব সম্পন্ন অভিভাবক-অভিভাবিকাদের এবং রাষ্ট্রের বাধ্যতামূলক শিক্ষা নীতির ব্যবস্থাপনায় শিশু বিদ্যালয়ে গমন করে… এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যেখানে আমাদের অভিভাবকদের ন্যূনতম অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব সেখানে শিশুরা এক প্রকার বাধ্য হয় খাদ্যের অন্বেষণের জীবিকাতে পিতা-মাতাকে সাহায্য করতে, যার দরুন শিশুটি তার শৈশব হারায় এবং তার ন্যূনতম সামাজিক শিক্ষাও ব্যাহত হয়।

এই ছোট ছোট কচিকাচাদের নিয়ে কাজ করে চলেছে স্বেচ্ছাসেবী সংস্থা ভ্রমর। শিশুদের বস্ত্র দানের জন্য বাদকুল্লা সংলগ্ন ব্যাসপুরের একটি আদিবাসী গ্রামে উপস্থিত হয় ভ্রমরের সদস্যবৃন্দ । তাদের অনুভূতি “সত্যি ওদের শুধু বস্ত্র দান করে ঠকানো হবে”।

অন্ন, বস্ত্রের পাশাপাশি দুই একটি পরিবারের মধ্যে রয়েছে বাসস্থানেরও জলজ্যান্ত সমস্যা…। তাই ভ্রমরিয়ান্সরা ঠিক করেছে তাদের আদিবাসী গ্রাম ক্ষীরপুলির ‘এক টাকার পাঠশালার’ অনুকরণে আরেকটি ‘এক নয়ার পাঠশালা’ শুরু করা হবে ডিসেম্বর দ্বিতীয় সপ্তাহ থেকে।

বাদকুল্লা ভ্রমরিয়ান্সের সদস্য কৃপাল বাবুর কথায় “ওরাও বাড়ুক ওদের মতন করে আমরা চাই সেই বেড়ে ওঠা আরো সুখকর হোক, পড়াশোনার পাশাপাশি ওদের পুষ্টির দিকটাও নজরে রাখবো আমরা,
যাতে থাকবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অনুপ্রেরণা এবং সহযোগিতা সঙ্গে ভ্রমরিয়ান্সদের আপ্রাণ প্রচেষ্টা”।