করোনার প্রভাব পড়বে সবজি বাজারে ? গরমে আনাজ শুকিয়ে নষ্ট হয়ে যাওয়ার ভয় বিক্রেতাদের

Social

মলয় দে, নদীয়া :- বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারি ঘোষণা অনুযায়ী শনিবার থেকে কিছু কিছু বিষয় ছাড় রেখে বাকি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে সকাল ৭টা থেকে ১০ টা এবং বিকাল ৩টে থেকে ৫টা এই সময়ের মধ্যেই তাদের বেচাকেনা সেরে ফেলতে হবে।

এ নিয়মের শুরুতেই কালনা নৃসিংহপুর ঘাট সংলগ্ন বহু পুরনো বাজারে দেখা যায়  আনাজ বিক্রেতারা প্রত্যেকেই প্রায় হতাশ! তারা জানালেন, আড়ত থেকে মাল এনে দোকান গোছাতেই লেগে যায় এক ঘণ্টা সময়, এরপর মাত্র ২ ঘন্টা র মধ্যে কি বেচাকেনা করব? প্রখর গ্রীষ্মে বেশিরভাগ আনাজই শুকিয়ে যায়, এবেলারটা ওবেলায় বেচা যায় না, তাই সকালের দিকে বিকালের দু’ঘণ্টা যোগ করে বিকেলে সম্পূর্ণ বন্ধ রাখলেও অসুবিধা হতো না।

অন্যদিকে প্রখর গ্রীষ্মে দুপুর তিনটার সময় কেউ বাজার করে না। শান্তিপুর কালাঘাট নৃসিংহপুর বাজারে বাজারে ক্রেতাদের ভিড়ের চিত্র ধরা না পড়লেও
তবে নদীয়ার বিভিন্ন বাজারগুলোতে যথেষ্ট ভিড় ছিল বলে জানা যায়। এখন সবজির ক্ষেত্রে চাষীদের উপর প্রভাব পড়তে পারে বলে অনেকেই মনে করহেন।

Leave a Reply