মলয় দে, নদীয়া :- ১৭২৭ সালের ২৯ শে এপ্রিল অর্থাৎ আজকের দিনেই প্যারিসে জন্মগ্রহণ করেছিলেন বিশ্ব নৃত্য সংস্কারক জিয়ান জর্জ নোভের , যিনি ব্যালে নৃত্যের আবিষ্কারক এবং “লেটারস অন দি ড্যান্স ” গ্রন্থের রচনাকার ।
ব্যালে ড্যান্স এর অন্যতম স্রষ্টা নভের তার রচনাবলীর পাশাপাশি নৃত্যের বিন্যাস , নির্দেশনা ও পোশাক সম্পর্কে ধারণা দিয়েছেন । যেসকল রীতিনীতি আজও বহাল আছে । অর্থাৎ নৃত্য চিরাচরিত প্রথাকে লঙ্ঘন করে আধুনিকতার পথে হেঁটেছিল একমাত্র এই জিয়ান জর্জ নভেরের হাত ধরেই । যেগুলো মানুষের শিল্পকলার অপর যথেষ্ট প্রভাব ফেলতে পেরেছিল । আর সেই কারণেই নোভার ব্যালে ড্যান্সের শেকসপিয়ার বলে সুপরিচিত ।
তাঁর মত কম্পোজিশন ছিল ১৫০ টি , তত্কালীন সময়ে তাঁর কম্পোজিশন নৃত্যের দুনিয়া তে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছিল । নোভের তাঁর কম্পজিশনের পাশাপাশি নাচের বিন্যাস , নির্দেশনা ও পোশাক সম্পর্কে ধারণা দিয়েছিলেন । এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ছিল নৃত্যশিল্পী , বাদক ও শিল্প নির্দেশক প্রত্যেকের সমম্বয় । যেসকল রিতিগুলি আজও বহাল আছে ।
নোভের অনুভব করেছিলেন একজন নৃত্য স্রষ্টার কাছ থেকে শুধু নৃত্যের কৌশল আয়ত্ত করা যথেষ্ট নয় , বরং সেগুলোকে বাঁচিয়ে রাখার সংকল্প করতে হবে । তিনি ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করেছিলেন । সে সময় শিল্প সমালোচক গ্রেভিক নোভের কে আখ্যা দেন ” ব্যালে ড্যান্সের শেকসপিয়ার ” হিসাবে ।
তিনি নৃত্য শিল্পকে রং তুলির এক নিপুণ শিল্প কর্ম হিসাবে ব্যাখ্যা করতেন । সঙ্গীত ব্যাতিত নৃত্য বোধগম্য নয় , সৃজনশীল উপায়ে সমস্ত দেহটাকে নিয়ন্ত্রণ করা এবং দেহের ছন্দকে মানুষের কাছে তুলে ধরাটা জরুরি । নজর দেবার প্রয়োজন অভিব্যক্তির দিকে ; আত্মার গতিশীল আলোড়ন ফুটে ওঠে মুখমণ্ডলের মাধ্যমে । অবশ্যই একজন নৃত্যশিল্পীকে অন্যান্য দশজন মানুষের থেকে পৃথক হতে হবে । তাহলেই একটি শিল্পের চমৎকার রুচি অন্যান্যদের আকর্ষণ করবে —- এগুলোই ছিলো নৃত্যশিল্পী সম্পর্কে জিয়ান জর্জ নভেরের মূল্যবান বক্তব্য । তার গুরুত্বপূর্ণ ব্যালে ড্যান্সের মধ্যে রয়েছে অ্যাড মিটেড আর্সে ট, দি পাস্ট অফ হিউম্যান , মিড ইট যেমন , ডিয়ার লেস আজামনুন প্রভৃতি ।
১৮১০ সালের ১৯ শে অক্টোবর নভেরের মহাপ্রয়াণ ঘটে । নৃত্যশিল্পী তার অসামান্য অবদান স্বীকৃতি দিয়ে ইউনেস্কো ১৯৮০ সালে ২৯শে এপ্রিল কে আন্তর্জাতিক নৃত্য দিবস হিসাবে ঘোষণা করে ।
নভেরে র স্মৃতির উদ্দেশ্যে সন্মান জানিয়ে নদীয়া জেলার কৃষ্ণনগর , শান্তিপুর,ধুবুলিয়া,রানাঘাট সহ বিভিন্ন এলাকায় নৃত্য শিল্পী তাদের নৃত্য উপস্থাপনা করলেন।