জাতীয় বিজ্ঞান দিবসে টেলিস্কোপের মাধ্যমে সূর্য দেখানো হলো প্রাথমিক বিদ্যালয়

Social

মলয় দে নদীয়া :-ভারতীয় পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামনের ১৯২৮ সালের ২৮শে ফেব্রুয়ারী ‘রামন এফেক্ট ‘ আবিষ্কারের দিনটিকে স্মরণীয় করে রাখতে দ্য ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স এন্ড টেকনোলজি কমিউনিকেশনের প্রস্তাব অনুযায়ী সারা দেশে ১৯৮৭ সাল থেকে আজকের দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়ে আসছে।

তাই শিশু মনে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলা ও আজকের দিনের তাৎপর্য বোঝানোর লক্ষ্যে শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের কন্দখোলা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে রাজীব বসুর সহযোগিতায় টেলিস্কোপের মাধ্যমে সূর্য দেখানো এবং আজকের দিনের গুরুত্ব আলোচনা করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক প্রতীম সেন বলেন,এর পূর্বে গত ২০শে সেপ্টেম্বর,২০২১ রাজীব বসু টেলিস্কোপের মাধ্যমে ছাত্র ছাত্রীদের মহাকাশ পর্যবেক্ষণ ও প্রোজেক্টরের মাধ্যমে বিভিন্ন গ্রহ সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়।

আগামীদিনেও শিশুমনে বিজ্ঞানের প্রতি আগ্রহ জন্মানোর জন্য এরকম কর্মসূচি নেওয়া হবে।
রাজীব বসু বলেন, সরকারি বিভিন্ন ধরনের উদ্যোগ থাকলেও তিনি, জ্যোতির্বিজ্ঞানের ছাত্র হিসাবে, আগামী প্রজন্মকে আকাশ মুখী করে তোলার , মাধ্যমে কুসংস্কার মুক্ত সমাজ গড়ার তাগিদে ব্যক্তিগতভাবে এ ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে।

Leave a Reply