দেবু সিংহ,মালদা: প্রতিকূল পরিস্থিতির মধ্যে কয়েক সপ্তাহ কাটিয়ে মালদায় নিজের বাড়িতে ফিরলেন চিকিৎসক ছাত্রী মৌমী সিংহ। মেয়ে ঘরে ফিরে আসায় হাসি ফুটেছে পরিবারের মুখে।
বাবা সন্দীপ কুমার সিংহ পেশায় ব্যবসায়ী। মা মিতা সিংহ গৃহবধূ।ইংরেজবাজার শহরের মালঞ্চ পল্লীতে তাদের বাড়ি। মৌমি তাদের একমাত্র সন্তান। দু’বছর আগে ইউক্রেনে খারকিভ ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি তে ভর্তি হন তিনি। মৌমীর মা জানান মেয়ে বাড়িতে ফিরে আসায় খুব খুশি তারা। মৌমী জানিয়েছেন প্রতিদিন বোমার শব্দ কানে আসতো। আতঙ্কের মধ্যে ঘুম আসত না। খাবারের অভাব, পানীয় জলের অভাব ,তো ছিলই। বুঝতে পারছিলাম না এখান থেকে কিভাবে বাড়ি ফিরব । একসময় খারকিভ খালি করার নির্দেশ আসে ।-৩ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে ১৩ , ১৪ কিলোমিটার হেঁটে পিসোচীনে এসেছিলাম ।কলেজ কর্তৃপক্ষ আমাদের একটা শিবিরে রাখে। সেখানে দিন কয়েক থাকার পর তারাই বাসে করে রোমানিয়া সীমান্তে পৌঁছে দেয় । রোমানিয়া পৌঁছানোর পর আমাদের আর কোনো অসুবিধা হয়নি ।ভারতীয় দূতাবাস থেকে আমাদের খাবারের ব্যবস্থা গরম পোশাক সবই করা হয় ।পরে আমাদের ভারতীয় বিমানে তুলে দিল্লি পৌঁছে দেওয়া হয়। তারপর সেখান থেকে কোলকাতা । তারপর বাড়ি ফিরি।
ইউক্রেন থেকে বাড়ি ফিরে কিছুটা স্বস্তি পেয়েছেন মৌমি। তবে ডাক্তারি পরাটার কোথায় কিভাবে শেষ করবেন তা নিয়ে চিন্তায় রয়েছেন।